Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

নমুনা মামলার আবেদন

বরাবর,

      চেয়ারম্যান,

      ৩নং খনগাঁও ইউনিয়ন পরিষদ

      পীরগঞ্জ, ঠাকুরগাঁও।

 

দরখাস্তকারী

১। প্রকাশ চন্দ্র রায়,

পিতা: মুকুন্দু রাম

গ্রাম: ঘিডোব, ডাকঘর: উজ্জ্বলকোঠা,

পীরগঞ্জ, ঠাকুরগাঁও।

 

বিবাদী:

১। পতিকারাণী পিতা: প্রভাশ চন্দ্র (বাজারু)

২। প্রভাশ চন্দ্র, পিতা: ঘন্টুরাম রায়

উভয়ের গ্রাম: আলমপুর, ডাকঘর: উজ্জ্বলকোঠা, পীরগঞ্জ, ঠাকুরগাঁও।

 

বিষয়: বার বার আনিতে যাইয়াও পিতার বাড়ী হইতে স্বামীর বাড়ীতে না আসার প্রসঙ্গে।

                                                                                                           তারিখ: ২৫-০৮-২০১৩ইং।                                                                                              

 

জনাব,

      সবিনয় নিবেদন এই যে, আনুমানিক চার মাস পূবে ১নং প্রতিপক্ষের সহিত পূর্ণ ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানের মাধ্যমে আমার বিবাহ অনুষ্ঠান সম্পন্ন হয়ে দাম্পত্ত জীবন শান্তি পূর্ণ ভাবে অতিবাহীত হয়। এক মাস পূবে আমার স্ত্রী  ১নং প্রতিপক্ষ পিতার বাড়ীতে আসে। আমার স্ত্রী পিতার বাড়ীতে আসার পর আমি আমার স্ত্রীকে আনিতে আসিলে ১নং প্রতিপক্ষ আমার বাড়ীতে আসবে না বলে জানায় এবং ২নং প্রতিপক্ষ তাহার মেয়েকে আমার বাড়ীতে পাঠাইবেনা বালিয়া জানায়। আমার আত্নীয় ও গণ্যমাণ্য ব্যাক্তিগণ প্রতিপক্ষকে আনিতে গেলে প্রতিপক্ষদ্বয় তাহাদিগকে ঐ একই কথা জানায়।

 

      বিধায়, আবেদন গ্রহণ করিয়া আমাকে সু-বিচারের মাধ্যমে বিষয়টি নিস্পত্তি করতে জনাবের মর্জি হয়।

 

                                                     

                                                                                                        নিবেদক,

 

 

                                                                                                         (প্রকাশ রায়)