Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

খনগাঁও ইউনিয়নের ইতিহাস

১৯৬৪ সালে তৎ কালীন পূব পাকিস্থান আমলে খনগাঁও বোর্ড অফিস নামে ইউনিয়নে যাত্রা শুরু হয়। স্বাধীনতার পরবর্তী সময়ে খনগাঁও কাউন্সিল নামে অফিসের কাযক্রম শুরু হয়। পরবর্তীতে ৩নং খনগাঁও ইউনিয়ন পরিষদ হিসাসে কাযক্রম হয়ে থাকে। উক্ত ইউনিয়নে প্রথম চেয়াম্যান হিসেবে দ্বায়িত্ব ছিল জনাম মো: তমিজ উদ্দীন। স্বাধীনতা পরবর্তীতে ১৯৭২ সালে প্রথম নিবার্চনে নিবাচিত চেয়াম্যান হিসেবে দ্বায়িত্ব গ্রহণ করেন জনাব এস এম ইসহাক। তিনি পরপর তিন বার নিবার্চিত হয়ে দায়িত্ব পালন করেন।এর পর তার সাথে প্রতিদ্বন্দীতা করে প্রথম চেয়ারম্যান জনাব তমিজ উদ্দীনের পুত্র জনাব মো আমজাদ হোসেন চেয়ারম্যান হিসেবে নিবার্চিত হয়। বর্তমানে আবার ইউনিয়ন চেয়াম্যান হিসেবে দায়িত্ব পালন করেন এস এম ইসহাক। এই ইউনিয়নের খুব সুন্দর মনোরম পরিবেশে অবস্থিত।