Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

আনসার ও ভিডিপির দায়িত্ত্ব

আনসার ও ভিডিপির দায়িত্ব

  • একজন আনসার ও ভিডিপির দিনে ও রাতে ইউনিয়নে পাহাড়া ও টহলদারী করেন।
  • অপরাধের সংগে সংশ্লিষ্ট সকল বিষয় অনুসন্ধান ও দমন করেন এবং অপরাধীদের গ্রেফতার করতে সাধ্যমত পুলিশকে সহায়তা করেন।
  • চেয়ারম্যান ওইউনিয়ন পরিষদকে সরকারী দায়িত্ব পালনে সহায়তা করেন।
  •  অন্য নির্দেশনা থাকলে প্রতি পনের দিন অন্তর এলাকার অবস্থা সম্পর্কে সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অবহিত করেন।

 

৩নং খনগাঁও ইউনিয়ন পরিষদ

পীরগঞ্জ, ঠাকুরগাঁও।

 

ইউনিয়ন দলপতির নাম: মো: হবিবুর রহমান

পিতা মৃত মো: কুতুব উদ্দীন আহাম্মদ

শিক্ষাগত যোগ্যতা: এইচ এস সি পাশ।

 

ইউনিয়ন দলনেত্রীর নাম:- শ্রীমতি স্বরজনী রাণী

স্বামীর নাম: শ্রী কমলা কান্ত রায়

শিক্ষাগত যোগ্যতা: নবম শ্রেণী পাশ।

 

গ্রামের সংখ্যা:- ১৮টি

মোট সদস্যর সংখ্যা:- ৩৭৮ জন।

মোট সদস্যার সংখ্যা:- ৩৭৮ জন।

একটি ৩২জন সদস্য বিশিষ্ট একটি আনসার প্লাটুন রহিয়াছে।

 

সদস্য সদস্যা বাছাই পূবক প্লাটন তালিকা করা হয় এবং বাছাই পূবক প্রশিক্ষণ প্রেরন করা হয়। উজ্জ্বলকোঠা এবং ঘিডোব গ্রামে সক্রিয় ভাবে দুইটি ক্লাব রহিয়াছে।